দূর্বা ঘাসের ভেষজ উপকারিতা ।। চুল পড়া বন্ধ করে
দূর্বা ঘাসের ভেষজ উপকারিতাঃ দূর্বা ঘাস চিবিয়ে কেটে যাওয়া স্থানে লাগিয়ে দিলেই রক্তপাত বন্ধ হয়। কয়েক দিনের মধ্যেই কেটে যাওয়া স্থান সেরে ওঠে। এ ক্ষেত্রে দূর্বার শিকড় ব্যবহার করা বেশি উপকারী।
*রক্তক্ষরণঃ শরীরের কেটে যাওয়া বা আঘাতজনিত রক্তপাত বন্ধে দ্রুত কাজ করে।
*চুল পড়াঃ একটি পাত্রে এক লিটার নারিকেল তেল মৃদু তাপে জ্বাল করে ফেনা ফেলে নিন। তারপর দূর্বার ঘাসের টাটকা রস ২০০ মিলি সম্পূর্ণ তেলে মিশিয়ে ফের জ্বাল দিন। চুলা থেকে নামিয়ে ছেঁকে সংরক্ষণ করুন। গোসলের ১ ঘণ্টা আগে ওই তেল চুলে মাখুন। নিয়মিত ২ থেকে ৩ মাস ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে।
*বমি ভাবি বমি বমি ভাব বন্ধের জন্য দূর্বা ঘাসের রস ২ থেকে ৩ চামচ ১ চা চামচ চিনির সঙ্গে মিশিয়ে ১ ঘণ্টা পর পর খেতে থাকুন। বমি ভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিন।
*আমাশয়ঃ আমাশয়ে দূর্বা ঘাসের রস ২ থেকে ৩ চামচ ডালিম পাতা কিংবা ডালিমের ছালের রস ৪ থেকে ৫ চামচ মিশিয়ে প্রতিদিন ৩ থেকে ৪ বার পান করুন। এভাবে ১০ থেকে ১৫ দিন খেলে আমাশয় সেরে যাবে।
*ঋতুস্রাবঃ দূর্বাঘাসের রস মধু সহ দিনে ৩-৪ বার সেবন করতে হবে। ১০-১৫ দিন নিয়মিত সেবন করলে ঋতুস্রাব স্বাভাবিক হয়ে যাবে।
*দন্তরোগঃ দূর্বার কচি ডগা সামান্য সরিষার তেলসহ দাঁতের গর্ত করা স্থানে দিলে জীবাণু মারা যায় ও উপকার হয়।
*একজিমাঃ পায়ের একজিমা হলে চুলকিয়ে দূর্বাঘাসের রস দিলে কয়েকদিনে ভালো হয়।
No comments:
Post a Comment