Monday, 25 December 2017
২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সময় সূচি
বাংলাদেশ ক্রিকেট দলের ২০১৮ সালের সূচী..
১- ১৫ জানুয়ারি থেকে ত্রিদেশীয় সিরিজ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে আর শ্রীলংকা।
২- জানুয়ারি-ফেব্রুয়ারি,শ্রীলংকার সাথে দ্বিপাক্ষিক সিরিজ। সিরিজ হবে দুইটি টেস্ট এবং দুইটি টি-টুয়েন্টির। কোনো ওয়ানডে ম্যাচ নেই।
৩- মার্চ ২০১৮, শ্রীলংকার ৭০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে 'নিদাহাস কাপ' হবে বাংলাদেশ,শ্রীলংকা এবং ভারতের মধ্যে। এটা টি-টুয়েন্টি কাপ।
৪- জুলাই ২০১৮.. ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সিরিজে আছে,দুইটি টেস্ট,তিনটি ওডিয়াই এবং একটি টি টুয়েন্টি।
৫- আগস্ট ১৮, বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন সিরিজ। অস্ট্রেলিয়ার সাথে এই সিরিজ। দুইটি টেস্ট এবং তিনটি ওয়ানডে থাকবে।
৭- সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ভারতে। সেপ্টেম্বরের ১৫-৩০ তারিখ পর্যন্ত চলবে এশিয়া কাপ। এবার সবার সাথে কোয়ালিফাই করবে আফগানিস্তান। অন্য দলকে কোয়ালিফাইয়ার খেলে আসতে হবে। হয়তো পাকিস্তান এশিয়া কাপ বর্জন করবে।
৮- অক্টোবর-নভেম্বর ১৮- ফিরতি সিরিজে বাংলাদেশ আসবে উইন্ডিজ বাহিনী। দুইটি টেস্ট,তিনটি ওয়ানডে এবং একটি টি টুয়েন্টি থাকবে।
৯- নভেম্বর-ডিসেম্বর বিপিএলের ষষ্ঠ আসর।
বিঃদ্রঃ এপ্রিল থেকে জুন পর্যন্ত কোনো ম্যাচ নেই এফটিপির সূচী অনুযায়ী। হয়তো সেসময় দ্বিপাক্ষিক সিরিজ খেলতেও পারে বাংলাদেশ দল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment